কায়সার হামিদ মানিক,উখিয়া :
উখিয়ার থাইংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত কছমিদা বেগম (১৮) নামের অন্তসত্তা স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড স্বামী আতা উল্লাহ। মঙ্গলবার রাত ১১টার দিকে এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। সেনা সদস্যরা তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক স্বামী আতা উল্লাহ ও তার পিতা আব্দুল্লাহকে আটক করে বুধবার সকালে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। নিহত কছমিদার মা রোকিয়া বেগম জানান, সে প্রতিরাতেই ইয়াবা সেবন করে বাড়ী ফিরতো। ওই রাতেও একই সময়ে বাড়ী ফেরার ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে আতা উল্লাহ তার অন্তসত্তা স্ত্রী কছমিদা বেগমকে গলা টিপে হত্যা করে। কছমিদার মা আরো জানান, তার মেয়ের গলায় রক্তের চাপ দেখা গেছে। পুলিশ ময়না তদন্ত শেষে কছমিদার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় কছমিদার পিতা আব্দুস ছালাম বাদী হয়ে আতা উল্লাহকে আসামী করে একটি এজাহার দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, বাদীর এজাহারের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-