ডেস্ক রিপোর্ট – রাজধানীর বিমানবন্দর গোল চত্বর এলাকার বাবুস সালাম মসজিদ এর সামনের রাস্তা থেকে ২০ কেজি গাঁজাসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (১২ মার্চ) কে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে, রাজধানীর বিমানবন্দর গোল চত্বর এলাকার বাবুস সালাম মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে চার নারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও নগদ এক লাখ ৮৭ হাজার ১৭২ টাকা উদ্ধার করা হয়।’
র্যাব জানায়, গ্রেফতারকৃত চার নারী হলেন, ফাতেমা বেগম, হাসনা বেগম, শারমিন আক্তার ও পপি আক্তার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফাতেমা বেগম কুমিল্লা জেলা হতে গাঁজা ক্রয় করে, পারস্পরিক যোগাযোগ রক্ষা করে। দীর্ঘদিন যাবত তারা ঢাকার টঙ্গী এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-