বার্তা পরিবেশক :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে ১২ মার্চ সকাল ১০ থেকে দুপুর ৩ টা পর্যন্ত জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শহরের ফাতের ঘোনা এবং সাহিত্যিকা পল্লী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ফাতের ঘোনা এলাকায় মো: শাহীন, পিতা- মৃত নূর আহমদ ইমাারত নির্মাণ আইন, ১৯৫২ অমান্য করে অনুমোদনবিহীন ২য় তলা ভবন নির্মাণ করায় ভবনের ২য় তলার গাঁথুনি ভেঙ্গে দেয়াসহ উক্ত আইনের ১২(১) ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সাহিত্যিকা পল্লী এলাকার (১) আনজুমান আরা, স্বামী- মাহবুব হাসান (২) সালেহা বেগম, স্বামী- সুরুত আলম (৩) হাসিনা আক্তার, স্বামী- শওকত উল্লাহ (৪) ফেরদৌসী জাহান, স্বামী- এ্যাডভোকেট হাসান সিদ্দিকী অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় উক্ত আইনের ১২(১) ধারা মোতাবেক যথাক্রমে ৫০ হাজার, ৫০ হাজার, ২৫ হাজার এবং ২৫ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কউকের অথরাইজ্ড অফিসার এবং উপ-সহকারী প্রকৌশলী। উল্লেখ্য যে, ইতোপূর্বে তাদেরকে ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে ফেলার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-