ইয়াবাসহ আটক ৫

ডেস্ক রিপোর্ট – মাদকবিরোধী অভিযানে রাজধানীর মুগদা থেকে ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন- মো. রেহান খান রুবেল (২৩), মো. জীবন (২২), মো. সুজন (২৪) ফরহাদ হোসেন (৩৪) ও মো. সোনা মিয়া রাসেল (২৫)।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে মুগদার মান্ডা থেকে আটক করা হয়। র‌্যাব ১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদে ধলপুর ক্যাম্পের একটি দল তার নেতৃত্বে অভিযান চালায়। এ সময় পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৮৫টি ইয়াবা, মাদক ব্যবসার ১৬ হাজার ১শ’ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত ৭টি মুঠোফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানান, দীর্ঘদিন যাবৎ তারা মান্ডা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর