টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে নুর কবির (৫০) নামে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বি-ই বল্কের মাঝামাঝি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাড়ির ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ কবির বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, রবিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে ড্রেনের পাশে একটি লাশ পরে থাকার খবর পায় পিলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে নুর কবির নামে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। নিহতের চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সে একজন মাদকসেবী ছিল।
তিনি আরও জানান, এর আগে তাকে মাদক মামলায় গ্রেফতার করে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। লাশটি ময়নাতদন্তের কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-