ডেস্ক রিপোর্ট- মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মৌলভীবাজার জেলা থেকে নির্বাচিত ৩ এমপি ও বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।
শনিবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বর্ণের চাবি উপহার দেয়া হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার-১ আসনের এমপি বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধক্ষ্য আব্দুস শহিদ, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন।
সংবর্ধিত জনপ্রতিনিধিরা মৌলভীবাজারের উন্নয়নে সম্মেলিতভাবে বিশেষ ভূমিকা রাখার প্রতিজ্ঞা করেন। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উলস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান ও জেলা পুলিশ সুপার শাহজালালসহ প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-