চকরিয়ায় পুলিশ ফাঁড়ির পাশে প্রকাশ্যে জুয়ার আসর!

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় প্রতিনিয়ত চলছে জমজমাট জুয়া ও মাদক সেবনের আসর। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা সাফারি পার্ক গেইটের উত্তর পার্শ্বে পরিত্যক্ত বাগানে চলে আসছে জুয়ার আসর। নিরিবিলি আস্তানায় এ আসরে জড়িয়ে পড়ছে এলাকার উঠতি বয়সের কিশোর ও যুবকরা।

সরেজমিনে দেখা যায়, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আশেপাশ এলাকা ডাকবাংলা, মগছড়াজুম, কাটাখালী, রিজার্ভ পাড়ার আট-দশজন জুয়াড়ি নিয়মিত আসর বসাচ্ছে এখানে। জুয়ার টাকা ভাগবাটোয়ারা নিয়ে প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে বাকবিতন্ডায়। যেকোন সময় তাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়ের পশ্চিম পাশে কানিয়ার ছড়া সংলগ্ন ওই পরিত্যক্ত বাগানে আসর জমিয়ে তুলছে বেস কয়েকজন যুবক-বৃদ্ধ। নেতৃত্ব দাতা জুয়াড়ি ও মাদক সেবিদের বারেবারে নিষেধ করার পরও কোনপ্রকার কর্ণপাত করছে না। জুয়ার টাকা জোগাড় করতে জুয়াড়িরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এনিয়ে নিজেদের সন্তান-সন্ততি নিয়ে শঙ্কায় রয়েছে স্থানীয় অভিভাবকেরা। তারা জুয়া আসরটি বন্ধ করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানায়, ওই এলাকায় জুয়ার আসরের ব্যাপারে তিনি জানতেন না। বিষয়টি এখন অবগত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও চেয়ারম্যান জানান।

আরও খবর