ডেস্ক রিপোর্ট- রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজাসহ ৮ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শুক্রবার (৮ মার্চ) বিকেলে র্যাব-১০ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলো- যাত্রাবাড়ী এলাকার মো. নাজিম (৪৫), মো. মামুন শেখ (৪৬), মো. মেহেদী হাসান আশিক (১৯), মো. জাকির হোসেন (২৮), মো. স্বাধীন মাহবুব সিজান (২০), মো. ইব্রাহিম মিয়া (৩৮), মো. সোহেল রানা (৪০), আফসানা খানম (৪২)।
এসময় তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা ও ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১৬টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৩০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ থেকে পাঠানো বার্তা আরও বলা হয়, আটকদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-