ইমাম খাইর :
মাছের ড্রামের ভিতর লুকিয়ে পাচার কালে ৭৫ বোতল আমদানী নিষিদ্ধ মায়ানমারের তৈরী রাম (মদ) উদ্ধার করেছে তুলাবাগান হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) সকাল ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
তারা হলেন- রামু পূর্ব গোয়ালিয়া পালং এলাকার খুইল্যা মিয়ার ছেলে নাসির মিয়া (২২) এবং আবদুল আজিজের ছেলে রাশেদুল ইসলাম (২১)।
পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম।
তিনি জানান, মাছের ড্রামের ভেতর লুকিয়ে কৌশলে মদ নেয়ার সংবাদ পায় তারা। তুলাবাগান চেকপোস্টে কক্সবাজারগামী টমটম তল্লাসী করে মিয়ানমারে তৈরি ৭৫ বোতল মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় বহনকারী টমটমটিও জব্দ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-