মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও চমক আসছে। এ পদে কামরুন্নাহার বেবী ও শাহীন আক্তার প্রার্থী রয়েছেন। তাদের মধ্য থেকে একজন প্রত্যাহার করার প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া ইতিমধ্যে চুড়ান্ত পর্যায়ে রয়েছে। উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সাথে সক্রিয়ভাবে জড়িত বিশ্বস্ত একটি সুত্র এ খবর নিশ্চিত করেছে। যদি উক্ত প্রার্থীদ্বয়ের মধ্যে যেকোনো একজন প্রত্যাহার দিবসের শেষদিনে বৃহস্পতিবার ৭ মার্চ বিকেল ৫ টার মধ্যে প্রত্যাহার করেন-তাহলে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তাদের যেকোন একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। প্রসংগত-উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও মনোনয়নপত্র দাখিলকারী ৪ জনের মধ্যে ৩ জন ইতিমধ্যে প্রত্যাহার করায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-