চকরিয়া সংবাদদাতা :
আগামী ১৮ মার্চ অনুষ্টিতব্য চকরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী ১৩ প্রার্থীর মধ্যে ১২জনকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো.বশির আহমেদ মঙ্গলবার এ শোকজ নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়েছে, উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধি ১২ প্রাার্থী উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি, ৮এর উপবিধি(৮) এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। প্রতীক বরাদ্ধ পাওয়ার পর এসব প্রার্থীরা দেয়াল, শিক্ষা প্রতিষ্টানে, ব্যবসায়িক প্রতিষ্টানে, বৈদ্যুতিক খুটিসহ বিভিন্ন স্থাপনায় পোস্টার লাগিয়েছেন। এছাড়া তফসিল ঘোষনার পর টাঙ্গানো বিলবোর্ড, পোস্টার-ব্যানার অপসারণ করেননি। তাই নোটিশ প্রাপ্তির ১২ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট প্রাার্থীদেরকে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়।
নোটিশ প্রদান করা প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম ও মোহাম্মদ জহির। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাফিয়া বেগম শম্পা, জাহানারা পারভীন ও জেসমিন হক জেসি। এছাড়া সাধারণ ভাইস-চেয়ারম্যান প্রার্থী মকছুদুল হক চুট্টু, ছৈয়দ আলম, সিরাজুল ইসলাম আজাদ, আবু মুছা ও বেলাল উদ্দিন শান্ত।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো.সাখাওয়াত হোসেন বলেন, নোটিশ প্রাপ্তির ১২ ঘন্টার মধ্যে শোকজের লিখিত জবাব দিতে হবে। নচেৎ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিকেল থেকে ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
চকরিয়ায় সনাক ও স্বজনে’র উদ্যোগে দিনব্যাপী দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন
চকরিয়া সংবাদদাতা :
কক্সবাজারের চকরিয়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সহযোগী সংগঠন ‘স্বচ্ছতার জন্য নাগরিক’ (স্বজন) এর উদ্যোগে দুর্নীতিবিরোধী “কার্টুন প্রদর্শণ, কুইজ প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলার উপকুলীয় বদরখালী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার (৫ মার্চ) দিনব্যাপি এ ক্যাম্পেইন অনুষ্টিত হয়।
বদরখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আফসারুজ্জামানের সভাপতিত্বে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এরিয়া ম্যানেজার এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বদরখালী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক যথাক্রমে মনির হোসেন, নুর মোহাম্মদ হানিফ, আলতাফ হোসেন ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য নুর হোসেন বাঙালী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম, প্রভাষক আবু তৈয়ব, ইয়েস দলনেতা ইশফাতুল হোসাইন, ইয়েস সদস্য আরমান মাহমুদ ও আলী মর্তুজা টিটু।
এ সময় বক্তরা দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই কর্মসূচিতে দুর্নীতি, বাল্য বিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয়ভাবে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিষাদভাবে আলোচনা করেন। সভায় সরকারের হটলাইনে অভিযোগ প্রদানসহ স্থানীয় ভাবে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগীতা গ্রহনের পরামর্শ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ আফসারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রেখে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে দুর্নীতি সেখানে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং অর্থনৈক মুিক্ত আসবে। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-