ইয়াবা নিয়ে টেকনাফের চাকমা নারীসহ আটক-৪

চট্টগ্রাম – কক্সবাজার থেকে নিয়ে এসে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে চাকমা নারীসহ চারজনকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

সোমবার (৪ মার্চ) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপ-পরিচালক শামীম আহম্মেদ।

গ্রেফতার চারজন হলেন- পুমে মালা চাকমা (২২), কেমেচিং চাকমা (২৫), উমে চাকমা প্রকাশ রুনি (৩৫) ও চাইছেউ উন চাকমা (৩০)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শামীম আহম্মেদ বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে বিক্রির জন্য এক সঙ্গে এসেছেন চাকমা নারীসহ চারজন। টেকনাফ থেকে তারা এক সঙ্গে আসলেও চট্টগ্রামে এসে তারা আলাদা হয়ে যান। একজনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেফতার করা হয়।’

আরও খবর