বিএনপির ৬ নেতা কারাগারে

চট্টগ্রাম – নগরীর বায়েজিদ ও চাদগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ৬ বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ (৩ মার্চ) রোববার বিএনপি নেতারা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী বলেন, গত অক্টোবর মাসে নগরীর বায়েজিদ থানা এবং নভেম্বর মাসে চাদগাঁও থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদনকরলে আমরা জামিনের বিরোধীতা করি। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, মাহমুদুল্লাহ জাহাঙ্গীর, মাহবুব আলম, নরু আলম, গুলজার, হাজি ইলিয়াছ, শাহ আলম।

আরও খবর