গ্রামে খুচরা ইয়াবা বিক্রি করতে এসে জনতার হাতে দুই রোহিঙ্গা আটক

হুমায়ূন রশিদ : নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প হতে গ্রামের মাদকসেবীদের ইয়াবা বিক্রি করতে এসে জনতার সহায়তায় বিজিবির হাতে আটক হল দুই রোহিঙ্গা যুবক।

জানা যায়,২ মার্চ বিকাল ৩টারদিকে টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের এমআরসি নং-২১১১২ এর ৮৩০/৪ নং রোমের বাসিন্দা মুহাম্মদ আমিনের পুত্র সাদেক (১৮) বাম হাঁটুর কোমরে অভিনব কায়দায় ইয়াবার পুটলা বেঁধে অপর সহযোগী নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা দিল মোহাম্মদের পুত্র মোঃ ফারুক (১৮) কে নিয়ে দক্ষিণ লেদার এক বাড়িতে বিক্রি করতে আসে।

বাড়ির মালিক থেকে খবর পেয়ে দক্ষিণ লেদা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ইমান হোছনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা ইয়াবাসহ ঐ দুই রোহিঙ্গা যুবককে আটক করে নয়াপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নিকট ইয়াবাসহ সোর্পদ করা হয়েছে বলে সংগঠনের সদস্যরা জানান।

এই ব্যাপারে নয়াপাড়া বিজিবি ক্যাম্প কোম্পানী কমান্ডারের নিকট জানতে চাইলে, প্রকৃত ঘটনা যাচাই-বাচাই করে পরে জানানো হবে বলে জানান।
লোকজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক সাদেক শাল বাগান এলাকা থেকে কিছু ইয়াবা সংগ্রহ করে ৫পিস তারা সেবনের ফর অবশিষ্ট ইয়াবা গ্রামে বিক্রি করতে আসে।
তবে সচেতন মহল মনে করেন, এলাকায় যারা মাদক চোরাচালান করে তাদের এভাবেই সমন্বিতভাবে প্রতিরোধ করলে মাদক সেবী ও কারবারীরা আরো কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করেন।

আরও খবর