রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আলম মাঝির আওতাধীন C1 ব্লক থেকে মায়েনমারের ফকিরা বাজার এলাকার মৌলভী মো. শফিক (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২মার্চ শনিবার বেলা ১২টার দিকে সেনেটারি বাথরুমের পিছনের টাংকি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন চৌধুরী জানিয়েছেন- গত সপ্তাহ খানেক ধরে মৌলভী শফিক নিখোঁজ ছিলো। এঘটনায় মামলা হয়েছিলো। এর সূত্র ধরে কয়েকজন আসামীকে আটকও করা হয়। জবানবন্দীতে আটককৃতরাই জানিয়েছিলো- মৌলভী মো. শফিককে তারা খুন করেছে। কিন্তু লাশ কোথায় লুকানো হয়েছে সেটা তারা জানায়নি। ঘটনার এই পর্যায়ে আজ ২মার্চ শনিবার অপরাপর রোহিঙ্গাদের তথ্যের ভিত্তিতে একটি স্যানিটারি বাথরুমের সেপটিক ট্যাংকি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

ঘটনায় কোনো বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কীনা জানতে চাইলে তিনি বলেন- এবিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত পরবর্তী নিশ্চিত হওয়া যাবে। তবে এটি রোহিঙ্গাদের মধ্যে একটি নিজস্ব স্বার্থসংশ্লিষ্ট ঘটনা বলেও নিশ্চিত করেন তিনি।

আরও খবর