ডেস্ক রিপোর্ট – দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার থেকে থেকে আসা স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শহরের চকবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুর রশিদ (৪৫) ও তার স্ত্রী আমেনা বেগম (৩৮)।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন তার সংঙ্গীয় ফোর্সসহ শহরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিচ ইয়াবাসহ তাদের আটক করে। আটক দম্পতির বাড়ি কক্সবাজারের মহেশখালী এলাকায়।
তিনি আরও জানান, শনিবার সকালে বিক্রির জন্য বাসযোগে কক্সবাজার থেকে পটুয়াখালীতে পৌঁছায় এই দম্পতি। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-