বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- টেকনাফের ডেইলপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে আব্দুর শুক্কুর (৫২) ও তার ছেলে মো. ইলিয়াছ (২৫)।
শুক্রবার (১ মার্চ) রাত ৮টার দিকে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী।
তিনি জানান, সকাল থেকে অনেক খোঁজাখুজির পরও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবেশে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
এর আগে শুক্রবার ভোরে সাবরাংয়ের মন্ডলপাড়া এলাকায় অভিযানে গেলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। এতে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হন। ঘটনাস্থলে ১ লাখ ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এরপর থেকে নিহতের পরিচয় পাওয়া না গেলেও এখন তা নিশ্চিত হয়েছে বিজিবি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-