কক্সবাজার জার্নাল ডটকম :
টেকনাফের পর এবার উখিয়ায় ইয়াবা কারবারিদের তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। রোহিঙ্গা অধ্যূষিত এলাকা হিসেবে ইয়াবা চালান পাচার ও সেবন ব্যাপক হারে বৃদ্ধির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তাছাড়া টেকনাফের পাশাপাশি উখিয়াকেও মাদক মুক্ত করার অঙ্গিকার নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে কক্সবাজার পুলিশ সুপার জানিয়েছেন।
বুধবার উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীনের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, মিয়ানমারের সাথে উখিয়ার প্রায় ৭ কিলোমিটার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের আরো আন্তরিকতার সহিত দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যে মাদক সমাজ, পরিবার ও জাতিকে ধ্বংস করে সে মরণ নেশা মাদক পাচার ও সেবন প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসতে হবে। তা না হলে আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে ইয়াবা পাচার প্রতিরোধ করা কঠিন হবে।
আইন শৃঙ্খলা কমিটির সভায় ডেইলপাড়া সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা চোরাই পণ্য ও মাদক নিয়ে আসার ব্যাপারে গভীর উদ্ব্গে প্রকাশ করে ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, প্রতিদিন সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গা কয়েকটি দলে বিভক্ত হয়ে ডেইলপাড়া দিয়ে মিয়ানমারে যাচ্ছে। তাদের প্রশ্ন করা হলে জানায়, তাদের বাসা বাড়িতে ফেলে আসা পারিবারিক ব্যবহার্য্য মালামাল আনতে যাচ্ছে, এ কথার বিন্দুমাত্র সত্যতা মেলেনি।
স্থানীয় ইয়াবা কারবারিদের সহযোগীতায় এসব রোহিঙ্গারা ইয়াবা ও চোরাই পণ্যের চালান নিয়ে আসছে। মজুদ করছে রোহিঙ্গা ক্যাম্পে, সেখান থেকে বিভিন্ন এলাকায় পাচার হয়ে যাওয়া তথ্য বহুল প্রমাণাদি রয়েছে বলে তিনি ব্যক্ত করেন। ওই জনপ্রতিনিধি আরো জানায়, সীমান্ত এলাকার করই বনিয়া, তুলাতলী, ডেইলপাড়া, আমতলী পয়েন্টে প্রায় শতাধিক খুচরা ইয়াবা কারবারি ও অসংখ্য সেবনকারীর উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পুলিশ ধাওয়া করলে এসব অপরাধী চক্র পাহাড়ে গাঁ ঢাকা দেয়। আবার দিনের বেলায় অবাধে লোকালয়ে চলাফেরা করে তাদের অবৈধ পেশা চালিয়ে যেতে দেখা গেছে।
উখিয়ার স্থানীয় বিশিষ্টজনদের সাথে কথা বলা হয়ে তারা জানান, টেকনাফ পুলিশের মতো দুঃসাহসীক কোন ভূমিকা উখিয়া পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। তবে ইয়াবা উদ্ধার ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেও পেশাদার ইয়াবা কারবারিদের অন্তর্রাত্ম শিউরে উঠার মতো পদক্ষেপ না নেওয়ার কারণে উখিয়ার চিহ্নিত ইয়াবা কারবারিদের মাঝে তেমন কোন ভয়ভীতির পরিলক্ষিত হচ্ছে না। উপরোন্তু পাচারকারী ও সেবনকারীরা বহাল তবিয়তে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ইয়াবা কারবারি নিশ্চিহ্ন করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিনিয়ত ইয়াবা কারবারিদের আটক করে মাদক প্রতিরোধ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।
কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, টেকনাফের পাশাপাশি উখিয়াকে মাদক মুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পার পেয়ে যাওয়ার কোন ধরনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, উখিয়ায় চিহ্নিত ইয়াবা কারবারিদের তালিকা তৈরি করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-