চকরিয়ায় হেলাল বাহিনীর প্রধান গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

চকরিয়ার শীর্ষ সন্ত্রাসী হেলাল বাহিনীর প্রধান হেলাল ডাকাত গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরের এ আয়োজনে ফাতেহার আয়োজন করে শোকরিয়া জ্ঞাপন করেন এলাকাবাসী।

কুখ্যাত ডাকাত হেলাল উদ্দিন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের জাফর আলমের পুত্র। গত রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করেন চকরিয়া থানার পুলিশ।

এসময় শীর্ষ সন্ত্রাসী হেলালকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, একইদিন তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বকতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, হেলাল একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্টসহ অর্ধ ডজনাধিক মামলা রয়েছে। এদিকে এ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতারের পর শুক্রবার দুপুরে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেন। ভুক্তভোগী কয়েকটি পরিবার শুকরিয়া স্বরূপ ফাতেহার আয়োজন করেন।

জানা গেছে, হেলালের ভাই ও বাহিনীর হাতে এলাকার শতাধিক নিরীহ পরিবার জিম্মি ছিল। এছাড়া প্রতিনিয়ত শারিরীক, মানসিক, আর্থিক হয়রানির শিকার হতো তারা। স্থানীয়দের সাথে কথা বলে বেরিয়ে আসে আরো তথ্য।

হেলালের বড়ভাই বেলাল উদ্দিন ও ছোটভাই রমিজ উদ্দিন জড়িত রয়েছে মাদক ব্যবসায়। ইতিপূর্বে মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয় রমিজ উদ্দিন। প্রশাসনের সঠিক তদন্তে তাদের বিরুদ্ধে আরো ভয়াবহ তথ্য বেরিয়ে আসবে বলে জানান এলাকাবাসী।

আরও খবর