ডেস্ক রিপোর্ট – চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন শিয়ালমারা সীমান্তে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৪টি ওয়ান শ্যুটার গান, ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র বহনকারী ওই মটরসাইকেলটি।
বৃহস্পতিবার দুপুরে সীমান্তের দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পরে বিকেলে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এসএম সালাহ উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির জানতে পারে সীমান্ত অতিক্রম করে কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শিয়ালমারা সীমান্তের পুরো এলাকাটি ঘিরে ফেলে টহল জোরদার করে। এমন পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বুঝে অস্ত্র বহনকারীরা ওই এলাকার একটি আম বাগানের মধ্যে একটি ব্যাগসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে লুকানো এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ওই মোটরসাইকেলটি।
উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ জমা করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-