ডেস্ক রিপোর্ট – ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আলুবোঝাই ট্রাক থেকে এক হাজার ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) র্যাব-১ এর অধিনায়ক সারওয়ার-বিন-কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
সারওয়ার বিন কাশেম জানান, মঙ্গলবার রাতে গাজীপুরের নাওজোড় বাইপাস সড়কে অভিযান চালিয়ে আলুর ট্রাক থেকে এক হাজার পিস ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মিজানুর রহমান ও রুবেল শেখ নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ‘রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র্যাবের একটি চেকপোস্ট বসানো হয়েছিল। আলুবোঝাই ট্রাকটি তল্লাশি করে বস্তার ভেতরে লুকিয়ে রাখা চারটি সাদা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। ঐ বস্তার ভেতর থেকে এক হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-