ডেস্ক রিপোর্ট – ঢাকার জনাকীর্ণ গুলিস্তান এলাকায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। তার নাম মো. কামাল। তিনি কুমিল্লার বাসিন্দা। কামালের বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে। এসব অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলেও পুলিশের তথ্য।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পল্টন থানার ওসি মো. মাহমুদুল হকের ভাষ্য।
ওসি বলেন, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে ‘মাদক ও অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
‘পুলিশ তখন পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে একজনের গুলিবিদ্ধ লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।’
ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং মাদক উদ্ধারের কথা বললেও তা কী ধরনের মাদক বা তার পরিমাণ কী- বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-