কক্সবাজারে যুদ্ধাপরাধী পুত্রের ইয়াবার চালান জব্দ, আটক ৩

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট – মহেশখালীর যুদ্ধাপরাধী পুত্র সালাহ উদ্দিন আড়ালে থেকে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যুদ্ধাপরাধী (পলাতক) মৌলবি জকরিয়ার পুত্র সালাহ উদ্দিনের ১হাজার ৪’শ পিস ইয়াবার চালানসহ ৩জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে কুতুবজোম দৈলারপাড়ায় পুলিশ এ অভিযান চালায়।

আটককৃত এক নারীসহ তিনজনের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা লক্ষণ খোলা রামপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে। এসব ইয়াবা মহেশখালীর যুদ্ধাপরাধী মৌলবি জকরিয়ার পুত্র ইয়াবা গডফাদার সালাহ উদ্দিনের বলে জানা গেছে। মহেশখালী থানার ওসি বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে, পর্যটকের ছদ্মবেশে মহেশখালীতে দীর্ঘদিন ধরে ইয়াবার চালান আনা নেয়া করতো একটি চক্র। পুলিশ অভিযান চালিয়ে তিন পর্যটকসহ একটি চালান জব্দ করতে সক্ষম হয়েছে।

আরও খবর