অভিযানে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত

ডেস্ক রিপোর্ট – বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী সামরিক বাহিনীর বিশেষ কমান্ডো অভিযানের সময় নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ছিনতাইকারীর নাম মাহাদি বলে জানা যায়।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

তিনি বলেন, ‘ছিনতাইকারীকে প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু ছিনতাইকারী আক্রমণাত্মক আচরণ করলে আমাদের স্বাভাবিক অভিযানে প্রথমে সে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং পরবর্তীতে সে মারা যায়।’

তিনি বলেন, ‘নিহত ছিনতাইকারী একজন বাংলাদেশি। প্রথমে পাইলট তাকে বিদেশি মনে করেছিল। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, সে একজন বাংলাদেশি।’

এ সময় চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মহিদুল বলেন, ‘ছিনতাইকারী যাত্রী বা ক্রুদের ক্ষতি করার চেষ্টা করেনি। তার একটিই দাবি ছিল, সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায়।’

‘তাকে (ছিনতাইয়ের চেষ্টাকারী) কথা বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু তার একটাই দাবি, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায়। অভিযান পরিচালনার পূর্ব থেকেই বিভিন্নভাবে তাকে ব্যস্ত রাখা হয়।’

ব্রিফিংয়ে জানানো হয়, হলি আর্টিজানে কমান্ডো অভিযান পরিচালনাকারী দলটি এই অভিযান সম্পন্ন করে। এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লে. কর্নেল নূর। কমান্ডোদের আট মিনিটের এই অভিযানে ছিনতাইকারী প্রথমে আহত ও পরে নিহত হয়।

প্রাথমিকভাবে নিহত ছিনতাইকারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। অভিযানে ছিনতাইকারীর সাথে কাগজ আদান-প্রদান করা হয়। অভিযানে পুলিশের সোয়াট টিম ও র‌্যাব সহায়তা করে।

/বার্তা২৪

আরও খবর