গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ হ্নীলা লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টাওয়ার এলাকায় গভীর রাতে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
২৪ ফেব্রুয়ারী রবিবার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টাওয়ার এলাকায় বাজারে ইবনে আব্বাস মাদ্রাসা মার্কেটে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এরপর নিমিষেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। লোকজন ঘুমে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ছাঁই হয়ে যায়।
এই অগ্নি দূঘর্টনার খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের রঞ্জন বড়ুয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তথ্য সুত্রে জানা যায়,অসাবধানতাবশত কারেন্ট সংযোগ থাকা বৈদ্যুতিক ইস্ত্রি থেকে আগুনের সুত্রপাতের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে মাদ্রাসার ১২টি, আলী আহমদ ও নজির আহমেদর ৫টি দোকানসহ সর্বমোট মোট ১৭টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রত্যেকটি দোকান নিত্যপ্রয়োজনীয় মালামালে ভরপুর ছিল। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা হতে পারে বলে অনুমান করছে স্থানীয়রা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-