টেকনাফে দলীয় মনোনয়ন পরিবর্তন করার দাবীতে

টেকনাফ এখন কলা গাছের নগরী!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

আসন্ন উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় গভীর রাতে টেকনাফ পৌর শহরের প্রধান সড়ক শাপলা চত্বর থেকে বাসস্টেশন, টেকনাফ সদর, সাবরাং-শাহপরীর দ্বীপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কলাগাছ লাগিয়ে প্রতিবাদ করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ নুরুল আলমের শত শত সমর্থক সড়কে নেমে এ প্রতিবাদ জানান।

সূত্র জানা যায়, উপজেলা নির্বাচনের জন্য ৩য় দফায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার রাতে। এতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীকে নৌকার মনোনীত প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
রাতে এ খবর এলাকায় পৌঁছলে মোহাম্মদ আলীর পক্ষের সমর্থকরা আনন্দ উদযাপন করেছেন। তবে মনোনয়ন বঞ্চিত উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলমের সমর্থকরা তাৎক্ষণিকভাবে সড়কে কলাগাছ রোপণ করে প্রতিবাদ জানাতে থাকেন।


রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ নুরুল আলমের শত শত কর্মি সমর্থক সড়কে নেমে এসে এ প্রতিবাদ জানান।

তারা বিভিন্ন স্থান থেকে কলাগাছ এনে টেকনাফে প্রধান সড়কের শাপলা চত্বর, বাসস্টেশন, টেকনাফ সদর, সাবরাং-শাহপরীর দ্বীপ উপজেলার বিভিন্ন স্থান ও সড়কের মোড়ে, সড়ক দ্বীপে অসংখ্য কলাগাছ রোপণ করে।

এ সময় কলাগাছ-কলাগাছ বলে স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা। গভীর রাত পর্যন্ত চলে তাদের এ অভিনব কায়দার প্রতিবাদ।

উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ জানান,দীর্ঘদিন ধরে তৃণমূল আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাশে থেকে রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছে রাজপথ কাঁপানো নেতা নুরুল আলম চেয়ারম্যান।

আমাদের আশা করেছিলাম আমাদের প্রিয়নেতাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হবে। কিন্তু তা না হওয়ায় টেকনাফ উপজেলার ছাত্রলীগ,যুবলীগ,বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতাকর্মি ও অত্র এলাকার সাধারণ মানুষ খুবেই মর্মাহত হয়েছে, তাই তারা কলাগাছ লাগিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবী এই মনোনয়ন পরিবর্তন করে তাদের প্রিয়নেতা রাজপথের লড়াকু সৈনিক নুরুল আলমকে মনোনয়ন প্রদান করা হোক।

আরও খবর