বিশেষ প্রতিবেদক :
অবশেষে কক্সবাজার জেলার ৭ উপজেলার প্রার্থী চূড়ান্ত করলো বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে তাঁদের নাম চূড়ান্ত করা হয়। ঢাকা থেকে নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর উপজেলায় দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন, কুতুবদিয়া উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, টেকনাফ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী। রামু এবং মহেশখালী উপজেলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা দু’টির মধ্যে রামুতে বর্তমান চেয়ারম্যান রিয়াজুল আলম এবং মহেশখালীতে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
উল্লিখিতরা আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-