কাভার্ডভ্যান কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

ফাইল ছবি

চট্টগ্রাম – চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে। তারা হলেন- সগীর এবং তার ছেলে জোনায়েদ।

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সগীর মনসুরাবাদ এলাকায় ব্যবসা করতেন। তার ছেলে জোনায়েদ আগ্রাবাদের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতো।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন। তিনি জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর