উখিয়ায় ৩ জার্মানি সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১১ রোহিঙ্গা আটক

কক্সবাজার জার্নাল ডটকম :

মাতা ও দুই শিশু কন্যাকে অপহরন গুজবে শতশত রোহিঙ্গা জার্মানি সাংবাদিকদের উপর হামলা চালিয়ে পৈচাসিক নির্যাতন করে ৩ জার্মানি সাংবাদিক পুলিশসহ ৬ জনকে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আইফোন, পাসপোর্ট, ক্যামরাষ্টেন্ট, এ্যালমুনিয়াম ইকোবমেন্ট। আটককৃতরা হচ্ছে, রোহিঙ্গা নাগরিক জিয়াবুল হক, জামাল হোসেন, নুরুল হাকিম, সিরাজ মিয়া, খায়রুল আমিন, মোঃ ইদ্রিস, ছৈয়দ আলম, রফিক, শাহজান ও ফরিদ আলম।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ৩ জার্মানি সাংবাদিক কুতুপালং ৪ এক্সটেনশন ক্যাম্পে রোহিঙ্গাদের নিকট থেকে বিভিন্ন সাক্ষাৎকার ও ফটো সেশনসহ বেশ কয়েকজন নির্যাতিত রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলে সকাল ১০টা ৪৫ মিনিটের সময় লম্বাশিয়া ১ নং ক্যাম্পে মাসহ দুটি শিশু কন্যার সাক্ষাৎকার গ্রহন করে জার্মানি সাংবাদিকরা আবেগ প্রবন হয়ে পড়ে।

এসময় জার্মানি সাংবাদিকরা ওই ৩জন মা ও শিশু যথাক্রমে বুশেরা বেগম (৯), কাচুনামা আকতার (৮) ও তাদের মাতা হাসিনা আকতার (৩৫) কে একটি টমটমে গাড়ীতে করে লম্বাশিয়া বাজারে যেতে বলেন।

জার্মানি সাংবাদিকরা তাদেরকে চাহিদামত ভাল কাপড় চোপড় ও কিছু এমিটেশনের অলংকার কিনে দিয়ে তাদের একটি ভিডিও চিত্র ধারন করার জন্য গাড়ীতে তোলে একটি পরিবেশ সম্মত জায়গায় নিয়ে যাওয়ারকালে অপহরণ আতংকে শিশুরা চিৎকার দিয়ে উঠলে উত্তেজিত শতশত রোহিঙ্গা দা, কিরিচ, লাঠিসোটা নিয়ে জার্মান সাংবাদিকদের গাড়ী গতিরোধ করে ব্যপক ভাংচুর চালায়।

এসময় রোহিঙ্গাদের এলোপাতাড়ি মারধরে জার্মানি সাংবাদিক ইউচো লিওলি, গ্রান্ডস ষ্টাফ, ষ্ট্যাটিউ এপল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করতে এসে ডিএসবি সদস্য জাকির হোসাইন আহত হয়েছে বলে জানা গেছে। এসময় রোহিঙ্গারা জার্মানি সাংবাদিকদের ক্যামরা, সাউন রেকড়ার, লাইসেন্স, মানিব্যাগ, ৩টি লাগেজ, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি লুটপাট করে জার্মানি সাংবাদিকদের জিম্মি করে রাখে।

খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা লম্বাশিয়া বাজারে রোহিঙ্গাদের ধাওয়া করে জার্মানি সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় জার্মানি সাংবাদিকদের  দোভাসী মোঃ সিহাব উদ্দিন (৩৫) বাদী হয়ে উখিয়া থানায় ৩/৪শ জন অজ্ঞাতনামা রোহিঙ্গাকে আসামী করে একটি এজাহার দায়ের করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ১১ জনকে আটক করার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বাংলাদেশস্থ জার্মানি সাংবাদিক সিহাব উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামী করা হয়েছে ৪শতাধিক রোহিঙ্গা নাগরিককে।

আরও খবর