বদরমোকাম হেফজখানার প্রধান শিক্ষক শামশুল আলম আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের বদরমোকাম নূরানি মাদ্রাসা ও হেফজখানার প্রধান শিক্ষক মাওলানা শামশুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে মাওলানা শামশুল আলমের বুকে হঠাৎ ব্যথা অনুভব করলে তিনি নিজেই ডাক্তার দেখানোর জন্য রওয়ানা দিলে পথিমধ্যে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। মাওলানা শামশুল আলমের আকস্মিক মৃত্যুর খবর শহরের বদরমোকাম-কস্তুরাঘাট এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

আরও খবর