টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ বাহারছাড়ার শামলাপুর এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সোনা মিয়াকে আটকে করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ।
২১ ফ্রেরুয়ারী রাত ৩টা সময় পুলিশ এই অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ী বাহারছড়া শামলাপুর এলাকার কাদির হোসেনের ছেলে। সে এর আগেও কয়েকবার ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করেছে বলে জানা যায়।
তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক আইনে মামলা রয়েছে।
টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান,আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এদিকে এই মাদক ব্যবসায়ীকে আটক করায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
তবে বড় বড় ইয়াবা চোরাাচালানীরা তদন্ত কেন্দ্রের আশ পাশে ঘুরা ফেরা ও কতিপয় পুলিশের সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সখ্যতার অভিযোগ রয়েছে। চিহ্নিত অসংখ্য মাদক ব্যবসায়ীকে গ্রেফতার না করায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-