২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে উখিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘উখিয়া প্রেস ক্লাব।
২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে প্রেস ক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন ও সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের নেতৃত্বে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।
এসময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি রক্তিম সালাম ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আবুল খায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ফকরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান, উপজেলা স্যানিটেশন কর্মকর্তা নুরুল আলম ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক আমাদের অর্থনীতির উখিয়া প্রতিনিধি শ.ম গফুর, কক্সবাজার জার্নাল ডটকমের বার্তা সম্পাদক ও দৈনিক দৈনন্দিনের উখিয়া প্রতিনিধি আবদুল্লাহ আল আজিজ ও শুভাকাঙ্ক্ষী ইব্রাহিম মোস্তাফা প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-