চট্টগ্রাম – চট্টগ্রামে শ্যামলী এন আর ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব)-৭।
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাস থেকে বুধবার ভোর ৫টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে বাসটিও।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান এক বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।
র্যাবের এ কর্মকর্তা বলেন, বুধবার ভোর ৫টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন মীর ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী এন আর ট্রাভেলস পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসটির চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ৭১৫ পিস ইয়াবা পাওয়া যায়।
এর পরপরই বাসের চালক লোকমানকে গ্রেফতারের পাশাপাশি বাসটি জব্দ করে সিএমপির বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-