ডেস্ক রিপোর্ট – যশোরের শার্শার কুচেমোড়া এলাকায় গুলিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ। মাদক কারবারিদের দুই পক্ষে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীটির।
বুধবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের নামপরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৩ হবে বলে ধারণা করা হচ্ছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, উপজেলার কুচেমোড়া এলাকায় দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি চলেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-