চট্টগ্রাম – চাঁদপুরে গাঁজার গাছ রোপন করে গাঁজা ব্যবসা করার অপরাধে হুমায়ুন কবির দর্জি (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর মডেল থানার পরিদর্শক আব্দুর রবের নেতৃত্বে ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত পোড়া কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে আটক করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির দর্জি পোড়া কলোনীর বাসিন্দা মৃত জাহাঙ্গীর দর্জির ছেলে।
হুমায়ুন কবির পুলিশকে জানান, শাহরাস্তি উপজেলার চিতোষী থেকে গাঁজার বীজ এনে ডাকাতিয়া নদীর পাড়ে রোপন করেন তিনি। সেই গাছের গাঁজা তিনি নিজে সেবন করতেন।
হুমায়ুন কবির পুলিশকে আরও জানান, চাঁদপুরে গাঁজা না পাওয়া যাওয়ায় নিজেই গাছ রোপন করে সেই গাছের গাঁজা সেবন করতেন। তিনি স্থানীয় বিজলী মাইক সার্ভিসে কাজ করেন। কাজের ফাঁকে শুধু গাঁজা সেবন করতেন।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের পোড়া কলোনী এলাকায় অভিযান চালিয়ে বেশকিছু গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। যাতে করে চাঁদপুর থেকে মাদক শতভাগ নির্মূল করা সম্ভব হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-