পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ সদর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের অাহ্বায়ক মোঃ ফোরকানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফোরকান সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত নুরুল অালমের পুত্র। এসময় তার সহযোগি অাবুল শামাকেও গ্রেফতার করে পুলিশ। তিনি একই এলাকার মৃত ইসলাম মিয়ার পুত্র।
সোমবার রাত ৮টায় পেকুয়া থানার এসঅাই শিমুল নাথ একদল পুলিশ ফোর্স মাদকের অাস্তানা থেকে তাদেরকে অাটক করে।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতার ফোরকান দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে অাসছিল। এর অাগেও পুলিশ তাকে অাটক করতে অভিযান চালিয়েছিল। সর্বশেষ পুলিশ তাকে ২৯পিছ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য অাইনে শিমুল নাথকে বাদি করে মামলা রুজু করা হয়েছে।
তিনি অারো বলেন, পেকুয়ায় কোন ধরণের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী থাকতে পারবেনা। সেই যতই প্রভাবশালী হউক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-