টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের মাদক অধ্যূষিত উপজেলা টেকনাফ পৌরসভার নাজিরপাড়া এলাকার লবনের মাঠ থেকে সোমবার ভোরে ৬০ লাখ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান,সোমবার ভোরে মিয়ানমার থেকে টেকনাফের নাজিরপাড়া এলাকার লেজুরপাড়া লবন মাঠ দিয়ে বাংলাদেশে একটি ইয়াবার চালান প্রবেশ করছে এমন তথ্যে বিজিবির একটি বিশেষ দল উৎ পেতে থাকে।
এসময় ওই মাঠ দিয়ে এক ব্যক্তি কাদে ব্যাগ নিয়ে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে থামতে বললে হঠাৎ পাচারকারী ব্যাগ ফেলে দৌড় দিয়ে পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে ব্যাগ তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।
তিনি আরও জানান,জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-