ডেস্ক রিপোর্ট – সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আন্তজার্তিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিয়েছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর আমন্ত্রণে পাঁচদিন ব্যাপী এ প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন তিনি।
রোববার (১৭ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ শেষে জার্মানি থেকে আবু ধাবিতে পৌঁছে স্থানীয় সময় সকালে শেখ হাসিনা আন্তজার্তিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী পর্বে অংশ নেন।
আবু ধাবি ন্যাশনাল প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এই প্রতিরক্ষা প্রদর্শনী সামরিক কর্মকর্তা ও সরকারি সংস্থাগুলোর জন্য প্রতিরক্ষা প্রযুক্তি ও আধুনিক অস্ত্র সম্পর্কের জানার বিশাল সুযোগ।
এর আগে প্রদর্শনী সেন্টারে পৌঁছানোর পর আবুধানির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তাকে অভিনন্দন জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-