আত্মসমর্পণ করায় ফুল দিয়ে বরণ ইয়াবা কারবারিদের

শাহরিয়ার হাসান ও মুহিববুল্লাহ মুহিব, বার্তা২৪

আত্মসমর্পণ করায় ফুল দিয়ে ১০২ জন ইয়াবা কারবারিদের বরণ করে নিলো সরকার।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) টেকনাফ পাইলট বয়েজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন।  এ সময় আরো  উপস্থিত ছিলেন  আইজিপি জাবেদ পাটোয়ারিসহ পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুভূতি প্রকাশ করতে ইয়াবা ব্যবসায়ী সিরাজ বলেন, আমি ভুল করেছি। এ  ব্যবসা জীবনের জন্য ঝুঁকি। আমি আজ ভালো নেই। আমি চাই, কোন তরুণ যেন আমার মত এ ব্যবসায় না আসে।

এদিকে তবে এখন প্রশ্ন উঠছে, আত্মসমর্পণকারী এই ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন প্রক্রিয়ায় কয়টি মামলা দাঁড় করাবে প্রশাসন। প্রথমে কোনো মামলা দেওয়ার কথা না থাকলেও শেষ পর্যন্ত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা মিলে মোট দুটি মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শনিবার (১৬ ফেব্রুয়ারি) আত্মসমর্পণের দিনই তাদের নামে দুটি মামলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। একটি ইয়াবা মামলা, অন্যটি অস্ত্র আইনে।

তবে দুটি মামলার ক্ষেত্রেই সরকারি আইনি সহায়তা পেতে যাচ্ছে ইয়াবা কারবারিরা।

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টেকনাফের ১০২ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করছে।

আরও খবর