উখিয়ায় ক্যাম্প পালানো ৮৭জন রোহিঙ্গা আটক

আবদুল্লাহ আল আজিজ :

উখিয়া থানা পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে যাত্রীবাহি গাড়ী ও পথচারীর বেশ ধরে মালয়েশিয়ার উদ্দেশ্য ক্যাম্প পালানো ৮৭ জন রোহিঙ্গাকে আটক করেছে।

এসব রোহিঙ্গাদের থানা হেফাজতে অবস্থানকালে তাদের খাবার যোগাতে হিমশিম খেতে হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ২১ ফেব্রুয়ারীর অনুষ্টানমালা উৎযাপনের বিভিন্ন দিক নির্দেশনা ও প্রস্তুতি পর্ব শেষে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রতিদিন অগনিত রোহিঙ্গা পুলিশের হাতে ধরা পড়ছে। এসব রোহিঙ্গারা ক্যাম্প ত্যাগ করে মালয়েশিয়া অথবা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়লে জাতিকে একদিন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই পুলিশ রাত দিন পরিশ্রম করে রোহিঙ্গাদের আটক করছে।

অফিসার ইনচার্জ বলেন, তাদের এমন কোন বরাদ্ধ নেই রোহিঙ্গাদের এক বেলা দুবেলা খাওয়ানোর। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টিকে গুরুত্ব দিয়ে আশ্বস্থ করে বলেন, তিনি যে কোন খাত থেকে চালের বরাদ্ধ দেওয়ার চেষ্টা করবেন। এসময় তিনি বেশ কয়েকটি এনজিওর সাথে কথা বলেন এবং পরামর্শ দেন রোহিঙ্গারা যাতে কোন ভাবে ক্যাম্প ত্যাগ করতে না পারে সে দিকে নজরধারী বৃদ্ধি করতে।

আরও খবর