জেলা প্রশাসকের নির্দেশনা মানছে না এনজিওগুলো

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশ মানছে না কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওরা। স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দিতে এনজিওগুলো চাকরির বিজ্ঞাপন কক্সবাজারের স্থানীয় পত্রিকায় প্রকাশের নির্দেশনা দেওয়ার পর এনজিওগুলো তা মানছে না। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়রা মনে করছেন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলো স্থানীয়দের চাকরি পাওয়া থেকে বিরত রাখতে এ কৌশন নিয়েছেন। রোহিঙ্গা ক্যাম্পের কর্মরত এনজিওগুলোতে চাকরির বিজ্ঞাপন স্থানীয় পত্রিকায় প্রকাশের দাবী জানিয়েছেন আন্দোলনরত স্থানীয়রা।
রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওতে জেলা প্রশাসকের নির্দেশনা মানছে না স্থানীয়দের অগ্রাধিকার, ছাঁটায় বন্ধ ও ছাঁটায়কৃতদের পুনর্বহালের দাবীতে বেশ কিছুদিন ধরে স্থানীয়রা আন্দোলন চালিয়ে আসছিলেন তার প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি জেলার বিশেষ এনজিওর সমন্বয় সভায় জেলা প্রশাসক চাকরির বিজ্ঞাপন স্থানীয় পত্রিকায় দেওয়া, স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার ও ছাঁটায়বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু গত ১ সপ্তাহের চাকরির বিজ্ঞাপন পর্যালোচনা করে দেখা যায়, ওয়ার্ল্ড ভিশন, ডিআরসি, এসিএফ, ডব্লিউসি মেডএয়ার, আইআরসি, পিইউআই, হ্যালভেটাস, হ্যান্ডিক্যাপ, ফ্রেন্ডশীফ, ডিসিএ, ব্রিটিশ রেড ক্রস সহ বিভিন্ন এনজিওর চাকরি বিজ্ঞাপন স্থানীয় পত্রিকায় না দিয়ে বিডিজবস-এ দিয়েছে। যা জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি শরীফ আজাদ বলেন, এনজিও গুলো স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না দিতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো স্থানীয় পত্রিকায় প্রকাশ করছে না। এতে স্থানীয়রা নিয়োগের তথ্য পাচ্ছে না। ফলে তাদের চাকরির জন্য আবেদনও করতে পারছেনা। এনজিওতে স্থানীয়দের চাকরি পেতে নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দ্রুত স্থানীয় পত্রিকায় ও স্থানীয় অনলাইনে প্রকাশের দাবী জানান।

এনজিওতে স্থানীয়দের চাকরির দাবী নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া যুবনেতা ইমরুল কায়েস জানান, কক্সবাজার জেলা প্রশাসক এনজিও গুলোকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন। এনজিও গুলোও জেলা প্রশাসককে সে নির্দেশ মানার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ঐ এনজিও গুলো জেলা প্রশাসকের নির্দেশনা ও নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মানছেনা। এনজিওগুলো যদি এভাবে নিজের ইচ্ছেমত চলতে থাকে তাহলে তাদেরকে জেলা প্রশাসকের নির্দেশনা ও স্থানীয়দের দাবী মানতে বাধ্য করা হবে।

এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক এর পক্ষে স্থানীয়দের দাবী নিয়ে এনজিওদের সাথে সমন্বয়ে থাকা কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসারুল আশরাফ জানান, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও গুলো চাকরি বিজ্ঞপ্তি স্থানীয় পত্রিকায় প্রকাশের জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছিলেন। এনজিও গুলোও জেলা প্রশাসকের নির্দেশনা মানার অঙ্গিকার করেছিলেন। কোন এনজিও যদি জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর