এসি বাস থেকে ইয়াবাসহ আটক সুন্দরি তুলি

ডেস্ক রিপোর্ট – সেন্টমার্টিন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাসের জেসমিন আক্তার তুলি (২৮) নামের এক যাত্রীকে আটশত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মহাসড়কের দায়িত্বে থাকা পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ির ঘোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জেসমিন জেলার পটিয়ার মো. আশরাফউদ্দৌলার স্ত্রী।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এখবর নিশ্চিত করেছেন।

এসআই মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাইছড়ি ঘোড়ামারা এলাকায় সোনামিয়ায় তল্লাশি চৌকি বসানো হয়। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন এসি পরিবহন বাসে (ঢাঃ মেঃ ব- ১২- ০৬৩০) তল্লাশি করে ওই বাসের যাত্রী জেসমিন আক্তার তুলিকে আটশত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আরও খবর