
ডেস্ক রিপোর্ট – উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের জন্য দ্বিতীয় ধাপে মনোনয়নপ্রাপ্ত ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরআগে, শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালের পর মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এরপর এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। মনোনীত প্রার্থীরা হলেন—

চেয়ারম্যান পদে প্রার্থীরদের তালিকা





এর আগে, শনিবার (৯ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রথম দফায় মনোনয়নপ্রাপ্ত ৮৭ জনের তালিকা প্রকাশ করা হয়। বলা হয়, শুক্রবার বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-