উখিয়ার শীর্ষ মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ার উপকুলীয় এলাকার মানব পাচারকারীদের অন্যতম গডফাদার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া ডেইলপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত আব্দুল কাদেরকে পুলিশ অবশেষে আটক করতে সক্ষম হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টায় ইনানী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মোঃ সাইফুলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনার পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গাড়ীতে উঠানোর সময় পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গিয়ে পার্শ্বভর্তি পাহাড়ে আত্নগোপনে থাকে। ওইসময় পুলিশ পেছন থেকে ধাওয়া করে পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ইনানী পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।পরে ইনানী পুলিশ উক্ত মানবপাচারকারীকে উখিয়া থানায় হস্তান্তর করে।

তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মাঝে স্বস্তির নিঃস্বাস ফিরে আসে বলে জানা যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তার বাড়ী থেকে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মালয়েশিয়া গামী ২০ জন রোহিঙ্গা নারী পুরুষ শিশুকে উদ্ধার করেছে।

উক্ত ঘটনায় বৃহস্পতিবার ৩ জনকে আসামী করে উখিয়া থানায় মানব পাচার দমন আইনে একটি মামলা রুজু করা হয়। যার মামলা নং- ৯, তারিখঃ ৭/২/২০১৯ই। এ ব্যাপারে , উখিয়া থানার ওসি আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

আরও খবর