বিয়ের পিঁড়িতে বসা হলো না শিক্ষক ইমরানের

আবদুল করিম বিটু,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ জাবের ইমরান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৯.৪০ মিনিটের সময় উপজেলার শাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শাহারবিল মধ্যমপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটেছে।

নিহত জাবের ইমরান ওই এলাকার আবদুল কাদেরের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গন্ডামারা বরঘোনা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিল। ঘটনাটি নিশ্চিত করেছেন শাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বাবুল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, আগামী ১৮ ফেব্রুয়ারী মোহাম্মদ জাবের ইমরানের বিয়ের দিন ধার্য্য ছিল। সম্প্রতি রাঙ্গুনিয়া গন্ডামারা বরঘোনা উচ্চ বিদ্যালয় থেকে নিজ বিয়ের অনুষ্ঠানের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। ঘটনার দিন সকালে বাড়িতে পানির মটরের সুইজ ঠিক করতে গিয়ে অসাবধনতা বশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে অকালে মারা যান জাবের ইমরান। ফলে বিয়ের পিঁড়িতে বসা হলনা তার। এলাকায় সকলের মাঝে সে একজন নম্র, ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে হিসেবে পরিচিতি ছিল।তারা মৃত্যুতের এলাকায় সর্বত্রে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর