গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফ সীমান্ত উপজেলা সাগরপথ ব্যাবহার করে আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে মানব পাচারে জড়িত দালাল চক্র। এখন প্রশ্ন হচ্ছে এরা কারা? তথ্য অনুসন্ধানে জানা যায়, অবৈধ পথে মানব পাচার ঘৃন্য এই অপচেষ্টা লিপ্ত রয়েছে টেকনাফ উপজেলার আনাছে কানাছে বসবাসরত পুরাতন অর্থলোভী অসাধু রোহিঙ্গা চক্র।
সুত্রে আরো মানব পাচারে জড়িত রোহিঙ্গা দালাল চক্রের সদস্যরা মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদেরকে ভুল বুঝিয়ে এবং মোটা অংকের টাকার বিনিময়ে মানব পাচারের মত ঘৃন্য অপকর্ম চালানোর চেষ্টায় আছে।
তবে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা অবৈধ পথে মানব পাচার প্রতিরোধ করার জন্য সদা প্রস্তুত রয়েছে। সেই সুত্র ধরে টেকনাফ উপকুল ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২ দালাল ও ৩০ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা নর-নারী ও শিশু আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের মধ্য ৩০জন ভিকটিম,২জন দালাল। মালয়েশিয়াগামী ভিকটিমরা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় বসবাসকারী মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গা।
জানা যায়, বৃহস্পতিবার ৭ (ফেব্রুয়ারি) রাতের আঁধারে মানবপাচারকারী একটি চক্র শাহপরীর দ্বীপ ঘোলারচর ও শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে শীলখালী এলাকায় রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জমায়েত করে রাখার গোপন সংবাদ পেয়ে দুটি পৃথক অভিযান পরিচালনা করে ২ দালাল আটক ও ৩০জন মালয়েশিয়াগামী ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়। এই দুটি অভিযানে নেতৃত্বদেন বিজিবি নায়েক মোঃ সিকদার শফিকুল ইসলাম ও নায়েক সুবেদার মোঃ ছলাহ উদ্দিন।
তাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকা হতে ১ দালাল সহ ১২ রোহিঙ্গাদের আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ,৬ জন মহিলা ৩ জন শিশু রয়েছে। অপর আরেকটি অভিযানে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন শীলখালী সাগর তীরবর্তী ঝাউবাগানের ভিতর লুকিয়ে থাকা ১ দালালসহ ১৮ জনকে আটক করতে সক্ষম হয়। এর মধ্যে ৩ জন্য পুরুষ, ১১ মহিলা ও চারজন শিশু রয়েছে। এসব রোহিঙ্গা মালয়েশিয়াগামী ট্রলারে উঠার জন্য সাগর উপকুলে অবস্থান করছিল।
আটককৃত ২ দালাল হচ্ছে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন জাহাজপূরা এলাকার হাবিবুল্লাহর ছেলে মুহিবুল্লাহ (২০) অপরজন হচ্ছে হ্নীলা ইউনিয়ন ৯নং ওয়ার্ড দমদমিয়া এলাকার আবদুল করিমের পুত্র হুমায়ুন (১৮)।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আছাদুদ জামান চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,
মিয়ানমার থেকে পালিয়ে আসা কিছু অসাধু রোহিঙ্গা চক্র টেকনাফ উপকুল ব্যবহার করে অবৈধ সাগর পথে মানব পাচারের এই ঘৃন্য অপকর্ম চালানোর চেষ্টা করছে। তিনি আরো বলেন মানব পাচারকারী দালাল চক্র যতই চেষ্টা করুক না কেন তাদের সেই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সীমান্ত প্রহরী আমাদের বিজিবি সৈনিকেরা সজাগ রয়েছে।
আটক ২ দালালকে জিঞ্জাসাবাদ করে তাদের সাথে আর কারা জড়িত সেই সমস্ত অপরাধীদেরকেও আইনের আওয়াতাই নিয়ে আসা হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-