কক্সবাজারে ক্রেতা সেজে ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

শাহিদ মোস্তফা শাহিদ, সদর

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে খোরশেদ নামক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে আটক করে। আটককৃত খোরশেদ আলম ইউনিয়নের শিয়া পাড়া এলাকার মৃত নুরুল আজিমের ছেলে। তবে সে ঈদগাঁও বাজারের পাশে একটি কলোনীতে সপরিবারে ভাড়ায় থাকে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, খোরশেদ দীর্ঘদিন ধরে ঘাতক মরন নেশা ইয়াবা খুচরা বিক্রি করে আসছিল। পুলিশের কাছে এমন তথ্য থাকলেও বেশ কয়েকবার অভিযান চালায়।কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেত।এ দিন ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এএসআই লিটনুর রহমান জয় ক্রেতা সেঝে তাকে ১৩৮ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হন। পরদিন সংশ্লিষ্ট ধারার মামলার রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

এলাকার লোকজন জানান,আটককৃত খোরশেদের একটি ইয়াবা সিন্ডিকেট রয়েছে। দরগাহ পাড়া এলাকার তার একজন বস রয়েছে। ঐ বস থেকে এনে খুচরা বিক্রি করত।ইতিপূর্বে তাকেও ইয়াবাসহ আটক করে জেলে পাঠিয়েছিল পুলিশ। জামিনে এসে ফের ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে। পুনরায় তাকেও আটক করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

আরও খবর