নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কাছ থেকে (পিপিএম) সাহসিকতা পদক গ্রহণ করেছেনর্ যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে.মির্জা শাহেদ মাহাতাব(এক্স)বিএন।
সোমবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০১৯ অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে.মির্জা শাহেদ মাহাতাব(এক্স)বিএন’কে ব্যাজ পরিয়ে দেন।
গত বছরের ২৬ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে র্যাব-৭ ক্যাম্প ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন লে.মির্জা শাহেদ মাহাতাব। তিনি যোগদানের পরে সীমান্তে বিপুল পরিমান মাদক, অস্ত্র ও মানব পাচার রোধ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচন ও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক পান র্যাবের এই কর্মর্তা।
মেধাবী ও সাহসী পুলিশ অফিসার লে.মির্জা শাহেদ মাহাতাব পিপিএম ১৯৯৪ সালে টাইঙ্গল জেলায় দেলদোয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মির্জা মামুনুর রশিদ। ২০১৩ আলফা ব্যাচে বাংলাদেশ নৌ-বাহিনীতে যোগদান করেন। পরে র্যাবে যোগদান করেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-