চট্টগ্রাম – জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় চট্টগ্রামে একজন কাস্টম কর্মকর্তা ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপি।
মঙ্গলবারচট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আকবর হোসেন মৃধার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আমজাদ হোসেন হাজারী ও হালিমা বেগম লিপি জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
আদালত সূত্রে জানা গেছে, ৩ কোটি ২ লাখ ৩২ হাজার ৪৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৩ জানুয়ারি নগরীর ডবলমুরিং থানায় কাস্টমস কর্মকর্তা আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপির বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শামসুল আলম।
গত ১৪ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-