ভাঙা ডিমের ‘রহস্য’ ভাঙল

অনলাইন ডেস্ক :

অবশেষে প্রকাশ করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়া ডিমের ছবির মূল ঘটনা।

গত জানুয়ারিতে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই ছবি আসলে মানসিক স্বাস্থ্য সচেতনার প্রচারণার অংশ বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

একটি ডিমের এক পাশের অংশ ভাঙা; তার সঙ্গে লেখা ছিল- ‘কেউ যদি একই রকম অবস্থায় থাকেন তবে সাহায্য নিন’। এ রকম ছয়টি ছবি প্রকাশ করা হয় ওই অ্যাকাউন্ট থেকে।

ওয়ার্ল্ড রেকর্ড এগ নামের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা ডিমের ছবিটিতে এখন পর্যন্ত পাঁচ লাখ ৪৩ হাজারের বেশি লাইক পড়েছে। সে হিসেবে ইনস্টাগ্রামে এটিই সবচেয়ে বেশি লাইক পড়া ছবি।

এর আগে সবচেয়ে বেশি লাইক পাওয়া ইনস্টাগ্রামের ছবিটি ছিল ২১ বছর বয়সী এক টিভি তারকার। সদ্য জন্ম নেওয়া শিশু তার হাত ধরে রেখেছে- এমন একটি ছবি পোস্ট করেছিলেন তিনি।  

ডিমের ছবি প্রকাশ করা অ্যাকাউন্ট এবং তাদের প্রতিষ্ঠানে পক্ষ থেকে ডিমের ছবিটি নিয়ে ব্যাখা দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য সচেতনার বিষয়টির কথা জানিয়েছে তারা। 

ভাঙা ডিম দিয়ে বিজ্ঞপন তৈরি করে হৈ চৈ ফেলে দেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা ক্রিস গডফ্রি বলেন, একটি ডিমের আসলে কোনও লিঙ্গ নেই; ধর্ম নেই; বর্ণ নেই। এটি শুধুই একটি ডিম, এটাই সর্বজনীন। 

আরও খবর